Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

চাটখিলে পর্যায়ক্রমে সকলেই টিকার প্রাপ্যতা অনুযায়ী টিকা পাবেন- ডা: তামজীদ হোসেন

জেলা প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ গত 01-10-2021ইং তারিখে কোভিড ভ্যাকসিন গ্রহন সম্পর্কে জনসাধারনের উদ্দেশ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর এমওডিসি ডা: তামজীদ হোসেন বলেন টিকা প্রাপ্যতা অনুযায়ী পর্যায়ক্রমে সকলে টিকার আওতায় আসবেন । এ বেপারে তিনি চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফেজবুক পেইজে একটি বার্তা দেন। সেখানে তিনি বলেন,

প্রিয় চাটখিলবাসী আসসালামু আলাইকুম । আপনারা জানেন গত ০৭/০২/২০২১ হতে কোভিড ১৯ টিকাকার্যক্রম শুরু হওয়ার পর এখন পর্যন্ত টিকাকার্যক্রম অব্যাহত রয়েছে। ইউনিয়ন পর্যায়ে জনগনের দোড়গোড়ায় টিকা পৌছে দেবার লক্ষে ইতোমধ্যে ৩ বার গনটিকা কার্যক্রম হয়েছে যাতে বিপুল সংখ্যক জনগন টিকার আওতায় এসেছেন। এখন পর্যন্ত মোট ৩৯৮৯০ জন টিকা গ্রহন করেছেন। মোট নিবন্ধন আজকে পর্যন্ত ৬৫৭৪৬ দিন দিন যা বাড়ছে। টিকা প্রাপ্যতা অনুযায়ী পর্যায়ক্রমে সকলে টিকার আওতায় আসবেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকার প্রাপ্যতা অনুযায়ী দৈনিক টিকাদানের একটা সক্ষমতা থাকে সে অনুযায়ী টিকা গ্রহনের জন্য এসএমএস প্রদান করা হয়। তাই অনেকে ১মাস-১.৫মাস আগে নিবন্ধন করেও টিকা গ্রহনের এসএমএস পাচ্ছেন না। পর্যায়ক্রমে নিবন্ধন এর দিন অনুযায়ী এসএমএস প্রদান করা হয়, তাই নিবন্ধন করে এখনো যারা টিকা পাননি তাদের অনুগ্রহপূর্বক ধৈর্যধারনের অনুরোধ জানাচ্ছি। ইনশাআল্লাহ সকলে টিকার আওতায় আসবেন।

আমাদের অনেক প্রবাসী রেমিট্যান্সযোদ্ধা আছেন তাদের ক্ষেত্রে টিকাসহজীকরন করা হয়েছে তারা পাসপোর্টের বিপরীতে নিবন্ধন করলে দ্রুত টিকা পাবেন তাই প্রবাসীদের পাসপোর্ট দিয়ে নিবন্ধন করার আহবান জানাচ্ছি।

★টিকা গ্রহনের জন্য ২ টা জিনিস জরুরি

১.টিকা গ্রহনের এসএমএস(১ম ও ২য় ডোজ উভয়ক্ষেত্রে)।

২.কেন্দ্রের টিকার প্রাপ্যতা।

অনেকে টিকা গ্রহন করেছেন কিন্তু বিভিন্ন জটিলতার কারনে টিকা সনদ তুলতে পারছেন না যেমন ১ম ডোজ পেয়েছেন কিন্তু ২য় ডোজের এসএমএস পাচ্ছেনা বা ২ ডোজ পেয়েছেন কিন্তু ১ ডোজ দেখাচ্ছে বা কোন ডোজই দেখাচ্ছে এমন নানাবিধ সমস্যা তাদের জটিলতা নিরসনের লক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফেসবুক পেইজে https://www.facebook.com/profile.php?id=100057078624989 আপনাদের সমস্যা তুলে ধরতে পারেন যথাসম্ভব সমাধান দেয়া হবে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top