Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

‘প্রধানমন্ত্রীই প্রথম সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন’

প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও দ্যা ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, সাংবাদিকদের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই প্রথম সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন। প্রতিটি এলাকায় অপসাংবাদিকতাকে রোধ করতে হলে প্রকৃত সাংবাদিকদের সোচ্চার হতে হবে। সারা দেশে সাংবাদিকরা নানাভাবে নির্যাতনের শিকার হতে হচ্ছে। রোজিনা ইসলাম এর মতো অনেক সাংবাদিক নির্যাতন ও নিপীড়নের শিকার হচ্ছে। দীপঙ্কর চক্রবর্তীর মতো আমাদের আরো অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে। এখন পর্যন্ত কোনো হত্যারই আমরা বিচার পাইনি। দীপঙ্কর চক্রবর্তীর মতো নিবেদিত সাংবাদিকদের হত্যাকাণ্ডের বিচার চেয়ে আমরা এখনো সোচ্চার ভূমিকা পালন করে যাচ্ছি।

তিনি বলেন, দীপঙ্কর চক্রবর্তী হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন হতে হবে। তাহলে সাংবাদিক সমাজ, পরিবার ও জাতি প্রকৃত রহস্য জানতে পারবে। বর্তমানে সারা দেশে ডিজিটাল আইনে সাংবাদিকদের নামে মামলা ও সাংবাদিকদের গ্রেপ্তার করা হচ্ছে। আমরা দাবি জানাই মামলা হওয়ার পর অবশ্যই তদন্ত করে আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু তদন্ত হওয়ার পূর্বেই সাংবাদিককে গ্রেপ্তার করে হয়রানি করা হচ্ছে। জামিন দেওয়া হচ্ছে না। দীপঙ্কর চক্রবর্তী, সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার আমরা চাই।

আজ শনিবার বেলা ১২টায় বগুড়া সাংবাদিক ইউনিয়নের আয়োজনে সার্কিট হাউস মিলনায়তনে জেলার সিনিয়র সাংবাদিক দীপঙ্কর চক্রবর্তী হত্যাকান্ডের ১৭ বছর উপলক্ষে আয়োজিত স্মরণ সভা ও স্মৃতি পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

স্মরণসভা ও স্মৃতি পদক প্রদান অনুষ্ঠানে বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন ও সাধারণ সম্পাদক আরিফ রেহমান, শিবগঞ্জ পৌরসভার মেয়র তৌহিদুর রহমান মানিক।

অনুষ্ঠানে দীপঙ্কর চক্রবর্তীর ছেলে অনিরুদ্ধ চক্রবর্তী গোপা তার বাবার হত্যাকারীদের বিচারের দাবি জানান। স্মৃতি পদক পাওয়া সাংবাদিকরা হলেন বগুড়ার প্রবীণ সাংবাদিক আমিনুল ইসলাম চৌধুরী, প্রবীণ সাংবাদিক রবিউল করিম হেলাল ও দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ শঙ্কর ভট্টাচার্য্য।

অনুষ্ঠানে দীপঙ্কর চক্রবর্তীর স্মৃতিচারণ করেন এবং হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন করে হত্যাকারীদের চিহ্নিত করার দাবি জানান সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জে এম রইফ।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top