বাগমারা প্রতিনিধি : উৎসব মূখর পরিবেশে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রাজশাহীর বাগমারা উপজেলার ১২নং ঝিকরা ইউনিয়নের গুনিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে করোনার গণ টিকা কার্যক্রম হয়েছে। মঙ্গলবার(২৮ শে সেপ্টেম্বর ২০২১) সকাল ৯ থেকে গুনিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে ঝিকরা ইউনিয়নের বিভিন্ন এলাকা খেকে গণ টিকা গ্রহনের জন্য বিদ্যালয়ে এসে মানুষ লাইন দিয়ে অপেক্ষা করছে। সকাল ৯ থেকে ৩ টা পর্যন্ত টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।
দীর্ঘ লাইনে দাড়িয়ে টিকা নিচ্ছে নারী পুরুষ । গুনিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে মানুষের ভীড়ে বিশাল জটলা। টিকা গ্রহন কারী আগতদের চাপে বিদ্যালয়ের আশে পাশে সকল পথেই অটো ভ্যানগাড়ি ও মোটরসাইকেলের যানজট।
বাগমারা সরকারী স্বাস্থ্য কমপেক্স সূত্রে জানানো হয়েছে রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের গুনিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে বাগমারা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্স পরিচারিত বিদ্যালয়ে ১৫০০ টিকা প্রদান কর্মসুচি শুরু হয়েছে সকাল থেকে। ঝিকরা ইউনিয়নের গুনিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে টিকা দান কমসূচি অনুষ্টিত হয়েছে। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে করোনা টিকা প্রধান অনুষ্টানে উপস্তিত ছিলেন বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সর পরিচালিত দায়িত্ব প্রাপ্ত আর এম ও নাসির উর্দ্দিন, ঝিকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ ফৌজদার, ঝিকরা ইউনিয়ন আওয়ামী লীগের -সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান মোঃ মানিক প্রামানিক, গুনিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ বেলী খাতুন ও সহকারী শিক্ষক , ঝিকরা ইউনিয়ন পরিবার পরিকল্পনা এ পি আই আঃ মজিদ প্রামানিক, মোছাঃ সেলিনা পারভিন এইচ -এ, মোছাঃ রাবিয়া বানু, ইউরোপা বানু এম, ভি, গুনিয়াডাঙ্গা কমিউনিটি ক্লিনিকের সি এইচ সিপি মোঃ আব্দুল হালিম, রায়নগর কমিউনিটি ক্লিনিকের সি এইচ সিপি মোছাঃ রেখা খাতুন, মোছাঃ রোজিফা খাতুন, ঝিকরা ক্যাম্পের পুলিশ মোঃ ইব্রাহীম হোসেন, মোঃ শাহাজান আলী, টিকাদান কর্মী মোঃ রেফাজ উর্দ্দিন, মোছাঃ মাবিয়া খাতুন, আনসার সদস্য সহ- গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।
লাইনের পাশাপাশি উপস্থিত আগতদের ভীড়ে বিশাল জটলা কারনে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।