Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

রাশিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলি, নিহত ৮

রাশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে গুলি করে ৮ জনকে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন ৬ জন। বার্তা সংস্থা রয়টার্স, বিবিসি এবং এবিসি নিউজের প্রতিবেদনে এ খবর জানানো হয়। তবে এ ঘটনায় কতজন আহত হয়েছেন তা এখনো নিশ্চিত করা যায়নি।

খবরে বলা হয়, সোমবার (২০ সেপ্টেম্বর) রাশিয়ার পার্ম স্টেট বিশ্ববিদ্যালয়ের একটি বিল্ডিংয়ে হঠাৎ হামলা চালায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। কালো মুখোশ পরা ওই ব্যক্তি এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। এ সময় ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে কয়েক জনের মৃত্যু হয়। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় চত্বর ঘিরে ফেলে পুলিশ।

রাজধানী মস্কো থেকে ১৩শ কিলোমিটার (৮শ মাইল) দূরে পার্ম স্টেট বিশ্ববিদ্যালয়। হামলার সময় শিক্ষার্থী ও শিক্ষকরা ভবনের ভেতরে ঢুকে নিজেদের রক্ষা করেন।

বিবিসির সূত্র জানায়, বন্দুকধারীকে আটকের পর বিশ্ববিদ্যালয় ও পুলিশ জানিয়েছে, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, হামলাকারী ওই বিশ্ববিদ্যালয়েরই ছাত্র।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গোলাগুলি শুরু হলে ভীত লোকজন বিশ্ববিদ্যালয় ভবনের জানালা দিয়ে লাফিয়ে বাইরে পালান। বিশ্ববিদ্যালয়ের ভবনের ভেতর থেকে ধারণ করা অন্য এক ভিডিওতে দেখা যায়, হেলমেট মাথায় কালো পোশাক পরা অস্ত্রধারী এক ব্যক্তি ধীরে ধীরে বিশ্ববিদ্যালয় ভবনের দিকে অগ্রসর হচ্ছে। এই সময় ক্যামেরার পেছনে থাকা ব্যক্তিরা তাদের আতঙ্ক প্রকাশ করছেন।

চলতি বছর এ নিয়ে দ্বিতীয়বারের মতো দেশটির কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বিচারে গুলির ঘটনা ঘটল। কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকায় রাশিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানে এমন ঘটনা কম ঘটে। তা ছাড়া দেশটিতে বৈধভাবে আগ্নেয়াস্ত্র কেনাও বেশ কঠিন কাজ।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top