বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীর সঙ্গে তোলা ছবি আপলোড করে এ তথ্য জানিয়েছে সাকিব।
ক্যাপশনে তিনি লিখেছেন, রবিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিসিবি সভাপতি পাপন ভাইসহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে আসাটা অনেক সম্মানজনক ছিলো।
রোববার দুপুরে রাজধানীর একটি অভিজাত হোটেলে ডিবিএল সিরামিকসের সঙ্গে শুভেচ্ছাদূত হিসেবে চুক্তি সাক্ষর করেছেন সাকিব। এরপর সন্ধ্যা নামতেই বিসিবি সভাপতি পাপনের সঙ্গে প্রধানমন্ত্রী কার্যালয়ে গিয়ে দেখা করে আসেন তিনি।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাকিব-পাপনের এই সাক্ষাতের পেছনে বিশেষ কোনো কারণ রয়েছে কি না তা এখনও জানা যায়নি। রবিবার রাত ১টা ৪০ মিনিটে আইপিএল খেলতে দুবাইয়ের বিমানে উঠবেন সাকিব।
দুপুরে চুক্তি সাক্ষর, সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ আর মধ্যরাতে দুবাই যাত্রা সাকিবের ব্যস্ততাই ফুটে উঠে।