খালেদা জিয়ার মুক্তি চেয়ে পরিবারের করা আবেদনের বিষয়ে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। মঙ্গলবার আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তি চেয়ে সরকারের কাছে পরিবারের আবেদনের ওপর আইন মন্ত্রণালয় মতামত দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মতামতটি পাঠানো হয়েছে।
গত সপ্তাহে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য মুক্তি চেয়ে সরকারের কাছে আবেদন করেছে তার পরিবার। খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর এ আবেদন করেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মতামতের জন্য আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।
Share!