কিশোরগঞ্জের পাকুন্দিয়া থেকে মুন্না (১৪) নামে এক স্কুলছাত্রকে অপহরণের ১৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ঠাডাকান্দা গ্রাম থেকে তাকে উদ্ধার করে পাকুন্দিয়া থানা পুলিশ। তিনি পৌর এলাকার কুড়তলা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। মুন্না স্থানীয় একটি কিন্ডারগার্টেনের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তবে ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এর আগে শুক্রবার সন্ধ্যায় মুন্নার মা জোসনা আক্তার বাদী হয়ে পৌর এলাকার লক্ষীয়া গ্রামের বজলুর রহমানের ছেলে শাকিল মিয়া (২২), ফজলুর রহমানের ছেলে আরিফ মিয়া (২০) ও একই গ্রামের মজিবুর রহমানের ছেলে সজিব মিয়ার (১৭) নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১-২ জনকে অভিযুক্ত করে পাকুন্দিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, মুন্নার পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে অভিযুক্তদের পরিবারের বিরোধ চলছে। গত বৃহস্পতিবার বিকেলে মুন্না নিজ বাড়ি থেকে বাইসাইকেলযোগে একই উপজেলার তারাকান্দি গ্রামে নানার বাড়ি যাচ্ছিলেন। বিকেল ৬টার দিকে বরাটিয়া আলিম মাদরাসার সামনে ঢাকা-কিশোরগঞ্জ পাকা সড়কে পৌঁছলে অভিযুক্তরা তার পথরোধ করে। এক পর্যায়ে জোরপূর্বক তাকে একটি সিএনজিতে উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে অভিযুক্ত শাকিল মুঠোফোনে মুন্নার মায়ের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। ঘটনায় মুন্নার মা বাদী হয়ে শুক্রবার সন্ধ্যায় পাকুন্দিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে ওইদিন রাতেই পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে উপজেলার ঠাডাকান্দা গ্রাম থেকে মুন্নাকে উদ্ধার করে। তবে এ সময় অভিযুক্তদের কাউকে সেখানে পাওয়া যায়নি।
এ ব্যাপারে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান জানান, অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করার পাঁচ ঘণ্টার মধ্যেই তথ্য প্রযুক্তির সহায়তায় অপহৃত মুন্নাকে উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।