গত মাসে আফগানিস্তানের রাষ্ট্রক্ষমতা দখলের পর দ্বিতীয়বারের মতো সরকার গঠনের তারিখ পেছালো সশস্ত্র সংগঠন তালেবান।
শনিবার (৪ সেপ্টেম্বর) তলেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আগামী সপ্তাহে ঘোষণা করা হবে নতুন সরকার ও কেবিনেট সদস্যদের নাম। এর পেছনে কোনো কারণ ব্যাখ্যা ছাড়াই এ ঘোষণা দেয় তালেবান।
পিটিআই-এর বরাত দিয়ে এ খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
এর আগে গতকাল শুক্রবার সরকার গঠনের কথা জানায় তালেবান। পরে ওই দিন সংবাদ সম্মেলন করে তালেবান জানায়, আগামী শনিবার সরকার গঠন করা হবে। তবে আজ (শনিবার) তালেবানের মুখপাত্র ফের জানান, আগামী সপ্তাহে তারা নতুন সরকার ঘোষণা দেবেন।