Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

বাড়ি থেকে চার ফিলিস্তিনি শিশুকে নিয়ে গেল ইসরাইল

ফিলিস্তিনের কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে চার স্কুলছাত্রকে ধরে নিয়ে গেছে ইসরাইলি বাহিনী। বুধবার (১ সেপ্টেম্বর) গভীর রাতে পশ্চিমতীরের বেথেলহেম শহরে এ অভিযান চালায় দখলদাররা। খবর মিডলইস্ট আইয়ের।

তারা সবাই বেথেলহেমের আল-মাহাদ স্কুলের ছাত্র। আটক শিক্ষার্থীরা হলো— ইউসুফ জামাল আল-হারিমি (১৫), আদম আয়াদ (১৫), মনসুর সালেহ ফরাজ (১৬) ও ঈসা মুহাম্মদ জরিনা (১৭)।

স্কুলছাত্র ইউসুফ জামালের বোন মানার আল-হারিমি গণমাধ্যমকে জানান, বুধবার রাত ৩টার দিকে তাদের ঘরের দরজায় সজোরে কড়া নাড়তে থাকে ইসরাইলি বাহিনী। এ ঘটনায় প্রচণ্ড ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েন পরিবারের সবাই।

এ সময় আমাদের বাবা বাড়ি ছিল না। তারা বাড়িতে ঢুকে তার ভাইকে ধরে নিয়ে যায় এবং তার মায়ের কাছ থেকে একটি কাগজে সই নিয়ে যায়। সেখানে লেখা ছিল, আটকের সময় শিশুটি সুস্থ ছিল এবং ঘরে তল্লাশির সময় কোনো ধরনের ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হয়নি।

একইভাবে অন্য শিশুদের অভিভাবকদের কাছ থেকেও জোর করে এ ধরনের কাগজে সই নিয়ে যান ইসরাইলি বাহিনীর সদস্যরা।

চলতি সপ্তাহে ফিলিস্তিনের স্কুলগুলো খুলে দেওয়া হয়েছে। এরপর থেকেই দখলদার ইসরাইলি বাহিনী বাড়ি থেকে ফিলিস্তিনি শিশুদের নানা অজুহাতে ধরে নিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক নিয়মনীতির তোয়াক্কা না করে এভাবে বাড়ি থেকে শিশুদের আটক করার নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনিরা।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top