দুজনই নিজ নিজ দেশের ক্রিকেটে কিংবদন্তি হয়ে আছেন। একজন বাংলাদেশের সাবেক স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টরি, আরেকজন বর্তমান স্পিন কোচ রঙ্গনা হেরাথ। দেশে বসে সাবেক কিউই তারকা ভেট্টরি দেখছেন তার উত্তরসূরিরা বাংলাদেশে এসে স্পিনের সামনে কীভাবে খাবি খাচ্ছে। বাংলাদেশি স্পিনারদের বল বুঝতে এবার এই দুজনের শরণাপন্ন হয়েছেন কিউই ক্রিকেটাররা। গতকাল প্রথম ম্যাচে ৭ রানে ১ উইকেট নেওয়া আজাজ প্যাটেল জানালেন এসব তথ্য।
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পাঠানো এক ভিডিওবার্তায় আজাজ বলেন, ‘রঙ্গনার সঙ্গে আমার একটু কথাও হয়েছে। আজ ড্যানের (ভেট্টরি) সঙ্গে কথা বলার শিডিউল আছে। বাংলাদেশের অভিজ্ঞতা নিয়েই মূলত কথা বলব। তার সঙ্গে কথা বলতে মুখিয়ে আছি। সে বিশ্বজুড়ে অনেক ক্রিকেট খেলেছে। বাঁহাতি স্পিনার হিসেবে চ্যালেঞ্জগুলো জানে। ভিন্ন ভিন্ন পরিস্থিতির কথাও জানে। কীভাবে সে বিভিন্ন পরিস্থিতিতে মানিয়ে নিয়েছে, আশা করি সে সম্পর্কে জানতে পারব।’
আজাজ আরও বলেন, ‘স্পিনার হিসেবে এমন সহায়ক উইকেটে বোলিং করতে পারা সব সময়ই দারুণ। এটার পুরো সুবিধা আদায় করতে হবে। উইকেটে এমন সহায়তা থাকলে মূল ব্যাপারটা দাঁড়ায় লেংথ নিয়ন্ত্রণের ব্যাপারে। যে বলটা বাঁক নেয় না, মাঝেমধ্যে সেটাই সবচেয়ে বিপজ্জনক হয়ে ওঠে। এটাও একটা চ্যালেঞ্জ। ব্যক্তিগতভাবে ম্যাচটা আমার জন্য ভালো গিয়েছে বোলিংয়ে। পুরো সিরিজে এটাই করতে চাই, আশা করি, আমরা ফল পাব। এমন কন্ডিশনে খেলাটাও দারুণ একটা অভিজ্ঞতা।’