Sunday , 12 January 2025
সংবাদ শিরোনাম

নববধূর মৃত্যু বিয়ের চারদিন পর

মাত্র চারদিন আগে বিয়ে হয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়ার তরুণী শারমিন আক্তার (২৩)। শুক্রবার (২৭ আগস্ট) স্বামী বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজারের জহিরুল ইসলামের সঙ্গে যাচ্ছিলেন বাবার বাড়ি।

বিকেল সাড়ে ৪টায় চম্পকনগর থেকে নৌকাযোগে রওয়ানা হন এ নবদম্পতি। কিন্তু বাবার বাড়ি পৌঁছার আগেই নৌকাডুবিতে মারা যান শারমিন। তবে প্রাণে বেঁচে যান শারমিনের স্বামী জহির।

শারমিনের ভাই আলমগীর জানান, শারমিনের সঙ্গে তার স্বামী, দেবরসহ চারজন আমাদের বাড়ি আসছিল। পথে লইছকার বিলে বালুবোঝাই নৌকার সঙ্গে সংঘর্ষ হলে যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। এতে ভগ্নিপতিসহ অন্যরা তীরে উঠলেও আমার বোনের মরদেহ রাতে হাসপাতালে পাই। সকালে জানাজা শেষে মরদেহ দাফন করা হয়েছে।

এ ঘটনায় শনিবার সকালে বিজয়নগর থানায় একটি মামলা হয়েছে।

এদিকে ওই উপজেলায় একই দিনে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় এখন পর্যন্ত ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top