বাগমারা প্রতিনিধিঃ আগামী ডিসেম্বর মাসের মধ্যে আসন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহীর বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়নে নির্বাচনী হাওয়া বেশ জমে উঠেছে। তফসিল ঘোষণার অন্তত তিন মাস আগেই নেতা-কর্মীদের মধ্যে নির্বাচনের আমেজ বিরাজ করছে।
নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা এরই মধ্যে অনানুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন। উপজেলার বিভিন্ন হাট-বাজার, গ্রাম-পাড়া- মহল্লার বিভিন্ন স্থানে দেয়ালে দেয়ালে মনোনয়ন প্রত্যাশীদের পোস্টার, ব্যানার, ফেস্টুন চোখে পড়ার মতো। উপজেলার ১৬ টি ইউনিয়নে ( বি এন পি) এর প্রার্থীর মনোনয়ন প্রত্যাশীদের পোষ্টার ব্যানার না থাকলে ও আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে শতাধিক সাম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর পদচারণা মাঠে দেখা যাচ্ছে। তবে এবার ব্যতিক্রম লক্ষ্য করা যাচ্ছে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেতে ইতিমধ্যে মাঠে নেমেছেন ১ জন নারী প্রার্থী। তিনি হলেন উপজেলার ঝিকরা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জেসমিন আরা উজ্জল।
তাঁরা নিজ নিজ ইউনিয়নের প্রতিটি গ্রাম-পাড়া-মহাল্লায় ঘুরে ঘুরে সাধারণ ভোটারদের দোয়া-আর্শিবাদ চাইছেন পাশা পাশি দলীয় নেতা-কর্মীদের সমর্থন পেতে মাঠ চষে বেড়াচ্ছেন। উপজেলার ঝিকরা ইউনিয়নে এবারই ১ জন নারী প্রার্থী চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী হয়ে মাঠে নামায় সংশ্লিষ্ট ইউনিয়নবাসীসহ উপজেলা বাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের কাছে বেশ আলোচিত হচ্ছেন তারা। চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী হওয়ার আগ্রহ বিষয়ে কথা হয় জেসমিন আরা উজ্জল। একক মনোভাব ব্যক্ত করে জানান,আওয়ামী লীগ দেশের একটি বৃহত্তম রাজনৈতিক দল। এই দলের সভাপতি, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।দলের আরো এক নেত্রী মহান জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড.শিরিন শারমিন।
এ ছাড়াও সরকারের মন্ত্রী পরিষদ এবং দলে বেশ কয়েক জন শ্রদ্ধাভাজন নারী নেত্রী রয়েছেন যারা যোগ্যতা ও দক্ষতার সঙ্গে দেশ পরিচালনা করে আসছেন। যোগ্যতা,দক্ষতায় দেশ পরিচালনা করে রীতিমত বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছেন প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সফল রাস্ট্র নায়ক হিসেবে আজ তিনি বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছেন। তাই তারা মনে করেন একটি ইউনিয়ন পরিষদ পরিচালনা করা তাদের পক্ষে কঠিন কোন কাজ নয়। তারা আরো জানান,ইউনিয়ন পরিষদের সাধারণ ওয়ার্ডে একজন পুরুষ সদস্য প্রার্থী কম অর্থ-শ্রম-মেধা ব্যয় করে যেখানে নির্বাচন করে সেখানে তিনটি ওয়ার্ড নিয়ে গঠিত সংরক্ষিত নারী সদস্য প্রার্থীদের তো তিন গুণ মেধা শ্রম ব্যয় করে নির্বাচিত হতে হয়। তা হলে চেয়ারম্যান পদে কেন আমারা নির্বাচন করতে অপারগ হবো ? তাই আমরা চাই দলীয় গঠনতন্ত্রের বিধান অনুযায়ী দলের কমিটি সমুহে ৩৩ ভাগ নারী সদস্য অন্তর্ভূক্তির ন্যায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়নের ক্ষেত্রে নারী প্রার্থীদের বিষয়টি যেন বিবেচনায় নেয়া হয় সেই দাবী জানান তারা। দলীয় মনোনয়ন প্রত্যাশী জেসমিন আরা উজ্জল বলেন, জন্মসূত্রে আমি ও আমার পরিবার আওয়ামী লীগের রাজনীতিতে বিশ্বাসী। আমার শশুর বীর মুক্তিযোদ্ধা মহুরম আঃ রহমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে লেখা পড়ার পাশাপাশি রাজনীতিতে সব সময় একজন সাধারণ কর্মী হয়ে জনকল্যাণে কাজ করে আসছি। জীবনের বাকী দিনগুলোতে এমনি ভাবেই মানুষের জন্য কাজ করে যেতে চাই। ইউনিয়ন বাসীর ভালোবাসা ও অনুরোধে আমি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজেকে আত্ম প্রকাশ করে মাঠে নেমেছি। তারপরও আমি যেহেতু আওয়ামী লীগের রাজনীতিতে বিশ্বাসী। তাই দলীয় মনোনয়ন ও সিদ্ধান্তের বাইরে যেতে চাইবো না। আমাদের দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও রাজশাহী-৪ বাগমারা আসনের উন্নয়নের রুপকার শিক্ষানুরাগী মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি মহোদয়ের সিদ্ধান্তই আমার কাছে চুড়ান্ত।
তিনি আরো বলেন,আমি নিজে দুর্নীতি করি না এবং দুর্নীতিবাজদের প্রশ্রয়ও দেব না। মানুষের মূল্যায়ন, সম্মান, ন্যায় বিচার ও মাদকমুক্ত সমাজ গড়ার পাশাপাশি ইউনিয়ন বাসীর ন্যায্য সেবা দেয়ার শতভাগ চেষ্টা করবো। ইউনিয়ন বাসী পরিবর্তন চায়, আমার বিশ্বাস মানুষের সমর্থন ও সহযোগিতা পেলে সমাজের দূর্বৃত্তায়ন ও অস্থিরতা থেকে ইউনিয়ন বাসীকে মুক্ত করতে পারবো