আন্তআঞ্চলিক পর্বের সেমিফাইনালে খেলতে হলে আজকের ম্যাচটিতে জিততেই হতো বসুন্ধরা কিংসের। আর মোহনবাগানের প্রয়োজন ছিল শুধুমাত্র ড্রয়ের। প্রথমার্ধে গোল করে এগিয়েও গিয়েছিল বসুন্ধরা কিংস। কিন্তু দ্বিতীয়ার্ধে ১০ জনের দল নিয়ে পাল্টা গোল খেয়ে ইতিহাস গড়ার স্বপ্ন ভঙ্গ হলো কিংসদের। প্রথমার্ধের শেষ দিকে সুশান্ত ত্রিপুরা কোনো কারণ ছাড়াই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। মালে ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল অস্কার ব্রুজোনের দল। বিপলু আহমেদের জায়গায় হোল্ডিং মিডফিল্ডার আতিকুর রহমান ও মাহবুবুর রহমানের জায়গায় প্রথাগত রাইটব্যাক সুশান্ত। শুরু থেকেই কিংস শিবির প্রতিপক্ষের ওপর একের পর এক আক্রমণ শানিয়ে যায়। সাফল্য আসে ২৮তম মিনিটে। বক্সের মধ্য থেকে ডান পায়ের জোরালো শটে কাছের পোস্ট দিয়ে গোল করেন জোনাথন ফার্নান্দেজ। প্রথমার্ধের শেষদিকে অদ্ভুতভাবে লাল কার্ড দেখানো হয় সুশান্তকে। কেউ বুঝতেই পারছিল না কেন এই লাল কার্ড।
ম্যাচের অর্ধেক তখনও বাকি। মোহনবাগানের মতো শক্তিশালী দলের বিপক্ষে ১০ জনে খেলা খুবই কঠিন। তারপরেও রক্ষণ জমাট রেখে লড়ে যাচ্ছিল কিংসরা। ৬২তম মিনিটে ম্যাচে সমতায় ফেরায় মোহনবাগান। লিস্টনের পাসে গোলমুখ থেকে সহজ টোকায় বল জালে জড়িয়ে দেন অস্ট্রেলিয়ার ফরোয়ার্ড উইলিয়াম। ম্যাচ ড্র করেই রক্ষণভাগে চলে যায় মোহনবাগান। ৮৪ মিনিটে রবসন দা সিলভার শট সাইড পোস্টে লাগে। অনেক চেষ্টা করেও আরেকটি গোলের দেখা পায়নি কিংসরা। এবারের মতো গড়া হলোনা ইতিহাস।