রাজবাড়ীতে প্রতিদিনই বাড়ছে পদ্মার পানি। ফলে সদর, পাংশা, কালুখালী, গোয়ালন্দ উপজেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের কয়েক হাজার পরিবার পানি বন্দি হয়ে পড়েছে। এতে দুর্ভোগ বেড়েছে পানি বন্দিদের। তলিয়ে গেছে ফসলি জমি, মরে যাচ্ছে সবজি ক্ষেত। দেখা দিয়েছে গো খাদ্য সংকটও।
গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীর গোয়ালন্দ পয়েন্টে পদ্মার পানি ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫১ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। আগামী তিন দিন আরো বাড়বে পানি। তবে বড় বন্যা হবে না বলছে পানি উন্নয়ন বোর্ড।
রাজবাড়ীর ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আরিফুল হক জানান, জেলায় এখন পর্যন্ত আট হাজার পরিবার পানি বন্দি রয়েছে। খুব শিগগিরই তাদের মাঝে ত্রাণ সহায়তা দেওয়া হবে।