ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদ থেকে এক অজ্ঞাত ব্যক্তির(৫০) লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আজ বুধবার বিকালে পুলিশ সরকারি কলেজ খেয়াঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করেন।
জানা যায়, বুধবার দুপুরের দিকে পৌর শহরের সরকারি কলেজ খেয়াঘাট এলাকায় পানিতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন বিষয়টি থানা পুলিশকে জানায়। পরে গফরগাঁও থানার ওসি অনুকূল সরকারের নেতৃত্বে পুলিশ লাশটি উদ্ধার করে। উদ্ধারকৃত লাশের গায়ে পাঞ্জাবি, পরনে কাছামোড়া লুঙ্গি ও তালুতে চুল নেই। ধারনা করা হয় অন্তত ৫-৭ দিন পূর্বে মারা যাওয়ায় লাশটি ফুলে বিকৃত হয়ে গেছে।
গফরগাঁও থানার ওসি অনুকূল সরকার বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছি।