দেশের শীর্ষস্থানীয় পত্রিকা প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
সংস্থাটি বুধবার (১১ আগস্ট) তার সকল ব্যাংক হিসাবের তথ্য জানতে চেয়ে ব্যাংকগুলোতে চিঠি পাঠানো হয়। এবং আগামী তিন কার্যদিবসের মধ্যে রোজিনা ইসলামের ব্যাংক হিসাবের সমস্ত তথ্য দিতে বলা হয়েছে।
চিঠিতে রোজিনার নামে কোনো ব্যাংকে হিসাব থাকলে অ্যাকাউন্ট খোলার ফরম, কবে খোলা হয়েছে, জমা, উত্তোলনসহ লেনদেন বিবরণী, অ্যাকাউন্টের স্থিতিসহ যাবতীয় তথ্য পাঠাতে বলা হয়।
জাতীয় পরিচয়পত্র অনুযায়ী রোজিনা ইসলামের নাম চিঠিতে রোজিনা আক্তার লেখা রয়েছে। তার বাবার নাম মৃত মুসলিম মিয়া এবং মায়ের নাম মোছা. তাসলিমা বেগম। ঠিকানার স্থলে বরিশালের বানারীপাড়ার কুন্দীহার গ্রামের কথা লেখা রয়েছে।
রোজিনা ইসলাম ছাড়াও চিত্রনায়িকা পরীমনি, প্রযোজক নজরুল ইসলাম রাজ, ফারিয়া মাহবুব পিয়াসা, মরিয়ম আক্তার মৌ ও হেলেনা জাহাঙ্গীরসহ আরও সাতজনের ব্যাংক হিসাব তলব করেছে কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।