Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান শুদ্ধাচার পুরস্কার পেলেন

খাদ্য মন্ত্রণালয়ের ২০২০-২১ অর্থ বছরের জন্য শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আব্দুল কাইউম সরকার। আজ মঙ্গলবার এই পুরস্কার পান তিনি।

জানা গেছে, দাপ্তরিক কাজে পেশাগত দক্ষতাসহ শুদ্ধাচার চর্চা-বিষয়ক বিভিন্ন সূচকে সন্তোষজনক লক্ষ্যমাত্রা অর্জনের স্বীকৃতি হিসেবে ‘জাতীয় শুদ্ধাচার নীতিমালা ২০১৭’র অধীনে তিনি এ পুরস্কারের জন্য মনোনীত হন।

পুরস্কার প্রদানকালে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, খাদ্য মন্ত্রণালয়ের সচিব নাজমানারা খানুমসহ মন্ত্রণালয়ের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ।

পুরস্কার হিসেবে তাকে একটি সনদ ও এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জ্ঞাপন করে মন্ত্রী বলেন, এ ধরণের পুরস্কার সরকারি কর্মচারী কর্মকর্তাদের কর্মস্পৃহা বাড়াবে এবং অধিকতর দেশসেবার মনোভাব তৈরি করবে।

পুরস্কারপ্রাপ্তির অনুভূতি ব্যক্ত করে মো. আব্দুল কাইউম সরকার বলেন, এ ধরণের পুরস্কার প্রাপ্তি নিঃসন্দেহে গৌরবের। এ পুরস্কার আমার পথচলাকে আরো মহিমান্বিত করবে এবং বাংলাদেশে নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে কাজ করতে সাহসী করবে।

প্রতি বছর সরকারি কর্মকর্তা কর্মচারীদের পেশাগত দক্ষতার উন্নয়নে ও নৈতিকতার বিকাশে ভূমিকা রাখার জন্য মূলত এ পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার হিসেবে তাকে সনদ ও এক মাসের মূল বেতনের সম-পরিমাণ অর্থ প্রদান করা হয়।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top