Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

দারিদ্র মুক্তিতে শিক্ষা বড় হাতিয়ার: প্রধানমন্ত্রী

প্রাথমিক বিদ্যালয়গুলো ডিজিটাল করতে, বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল উপকরণের উদ্বোধনী অনুষ্ঠানে, এ আহ্বান জানান তিনি। বলেন, দারিদ্র মুক্তিতে শিক্ষা সবচেয়ে বড় হাতিয়ার। তবে ভালো ফলাফলের নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি না করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাদানের এই চিরায়ত পদ্ধতিতে এবার লাগছে প্রযুক্তির ছোঁয়া। শিশুদের শিক্ষার পরিবেশ, পাঠদান পদ্ধতি আর বিষয়বস্তু আকর্ষণীয় করে তুলতে, সরকারি পর্যায়ে উদ্যোগ নেয়া হয়, পাঠ্যবইয়ে অডিও ভিডিও সংযোজন করা, যেখানে এনিমেশনের মাধ্যমে তুলে ধরা হবে শিক্ষার যাবতীয় বিষয়।

এই কর্মসূচির আওতায় প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বাংলা, ইংরেজি, গনিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ১৭ টি বইয়ে তৈরি করা হচ্ছে মাল্টিমিডিয়া ডিজিটাল কন্টেন্ট। এরই মধ্যে শেষ হয়েছে বেশ কিছু বইয়ের কাজ।

নিজ কার্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দারিদ্র মুক্তিতে শিক্ষা সবচেয়ে বড় হাতিয়ার; এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী জানান, প্রত্যন্ত অঞ্চলে প্রযুক্তি শিক্ষা বিস্তারে কাজ করছে তার সরকার।

দেশের ৬৩ হাজার ৬০১ টি প্রাথমিক বিদ্যালয়কে ডিজিটাল করতে, বিত্তবানদের এগিয়ে আবারও আহ্বান জানান  শেখ হাসিনা।

ভালো ফলাফলের নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি না করতে শিক্ষার্থী ও অভিবাবকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top