মোহাম্মদ সাইফুদ্দিনের বোলিং তোপ ও নাজমুল হোসেন শান্ত’র ঝড়ো ব্যাটিংয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ১ রানে হারায় আবাহনী লিমিটেড। ঢাকা প্রিমিয়ার লীগের সেই ম্যাচে হাতে চোট পান মুশফিকুর রহীম। যে কারণে চলমান সুপার লীগে আর খেলতে পারছেন না আবাহনী অধিনায়ক। বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেন আবাহনীর ফিজিও এনামুল হক। তবে আসন্ন জিম্বাবুয়ে সিরিজে অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে নিয়ে কোনো শঙ্কা নেই বলেও জানান তিনি।
মানবজমিনকে এনামুল হক বলেন, ‘ মুশফিকের হাতে চোট খুব একটা গুরুতর নয়। আশাকরি ৭ দিন বিশ্রামে থাকলেই ঠিক হয়ে যাবে। সুপার লীগে খেলতে না পারলেও জিম্বাবুয়ে সফরের আগে পুরোপুরি সুস্থ হয়ে ওঠবেন মুশফিক।’
জিম্বাবুয়ে সিরিজে শঙ্কা নেই, সুপার লীগ থেকে ছিটকে গেলেন মুশফিক
Share!