হবিগঞ্জের মাধবপুরে বিয়েবাড়ি বিষাদে পরিণত হয়েছে। গায়ে হলুদের দিন সাউন্ডবক্সে বিদ্যুত সংযোগ দিতে গিয়ে বিদ্যুতস্পর্শে মারা যান বর। বিয়ে বাড়িতে এখন আনন্দের বদলে চলছে শোকের মাতম। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় দিকে উপজেলা মনতলা আফজলপুর এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম সজল মিয়া। তিনি উপজেলার বোরহানপুর গ্রামের কুদ্দুস ভান্ডারীর ছেলে। মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেন।
বহরা ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান জানান, সজলের সঙ্গে একই ইউনিয়নের সুন্দাদিল গ্রামের এক তরুণীর সঙ্গে আগামীকাল শুক্রবার বিয়ের দিন ধার্য ছিল। বিয়ের সকল প্রস্ততিও শেষ। আজ বৃহস্পতিবার বরের বাড়িতে গায়ে হলুদের আয়োজন করা হয়। এ সময় সাউন্ডবক্সে বিদ্যুত সংযোগ দিতে গিয়ে বর সজল মিয়া বিদ্যুতের তারে জড়িয়ে আহত হন। স্বজনরা তাকে মাধবপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।