রাজধানীর জয়কালী মন্দির সংলগ্ন রাস্তায় আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে লেগুনা উল্টে সুমাইয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূ মারা গেছেন। বুধবার দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে।
ঢামেক হাসপাতালের ইনচার্জ বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত সুমাইয়া যশোর জেলার বাসিন্দা দেলোয়ার হোসেনের মেয়ে। বর্তমানে তিনি স্বামীর সঙ্গে কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় থাকতেন।
নিহতের স্বামী শাকিল হোসেন জানান, সুমাইয়াকে নিয়ে লেগুনায় চড়ে জুরাইন থেকে গুলিস্তানের দিকে যাচ্ছিলেন তারা। এসময় লেগুনায় আরো আট জন যাত্রী ছিলেন। জয়কালী মন্দির এলাকায় আসলে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় লেগুনা। এতে সুমাইয়া গুরুতর আহত হয় এবং লেগুনার অন্য যাত্রীরাও সামন্য আহত হয়। পরে সুমাইয়াকে দ্রুত মেডিক্যালে নিয়ে আসলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।