Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

সীমান্তে পিতামাতা থেকে বিচ্ছিন্ন ৩৯০০ শিশুকে চিহ্নিত করেছে বাইডেন প্রশাসন

যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন মঙ্গলবার বলেছে যে অবৈধভাবে সীমান্ত পারাপারের বিষয়ে সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ‘জিরো টলারেন্স’ (শূন্য-সহনশীলতা) নীতির অধীনে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে নিজ নিজ বাবা-মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া ৩,৯০০ শিশুকে তারা চিহ্নিত করতে পেরেছে। যুক্তরাষ্ট্রের অভিবাসন ইতিহাসে ট্রাম্পের ওই নীতি ব্যাপকভাবে নিন্দিত হয়েছিল।

বার্তা সংস্থা এপি আরো জানায়- ওই ৩,৯১৭ শিশুদের মধ্যে ১,৭৮৬ জন ট্রাম্পের আমলে তাদের পিতামাতার একজনের সাথে পুনরায় মিলিত হয়েছিল। বাকি ১,৯৬৫ শিশুদের পিতামাতার সাথে যোগাযোগ করা হয়েছে এবং ৩৯১ জনের পিতামাতার অবস্থান নির্ধারণ করা যায়নি। যাদের সাথে যোগাযোগ করা হয়েছে তাদের অনেককে পরিবারের অন্য সদস্যদের কাছে ছেড়ে দেওয়া হয়েছে।

ট্রাম্পের সমালোচকরা বলেছিলেন, তার ‘জ়িরো টলারেন্স’ নীতির জন্যই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছিল হাজার হাজার শিশু। যদিও ট্রাম্পের দাবি ছিল, তার আগের জমানায় ডেমোক্র্যাটদের ভ্রান্ত নীতির জন্যই ভুগতে হচ্ছে অভিবাসীদের। ঘরে-বাইরে প্রবল চাপের মুখে পড়ে অবশ্য নিজের ওই শক্ত অবস্থান থেকে সরতে বাধ্য হয়েছিলেন ট্রাম্প।

এদিকে, বাইডেন প্রশাসন সন্তানদের কাছ থেকে দূরে থাকা পিতামাতাদের পুনরায় একত্রিত করার প্রতিশ্রুতি দিলেও তা পূরণের গতিটি এখনো অনেকটা ধীর।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top