শিরোপাশূন্য মৌসুম কাটানোর পর বার্সেলোনায় রোনাল্ড কোম্যানের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। বার্সা কর্তৃপক্ষও তাকে অপেক্ষায় রেখেছিল। বেচারা কোম্যান ছিলেন বেজায় টেনশনে। কারণ বার্সার সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিও তাকে পছন্দ করেন না। তার কারণে সুয়ারেসকে বার্সা ছাড়তে হয়েছে। অবশেষে সম্প্রতি বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা বলেছেন, পরের মৌসুমে ক্যাম্প ন্যু কোচ হিসেবে থাকবেন কোম্যান।
গত মাসে ক্লাব প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা বলেন, বার্সেলোনায় একটি চক্র শেষ হয়েছে। সে সময় তিনি কোচকে প্রকাশ্যে সমর্থন করেননি। তখন বলেছিলেন, মৌসুমে দলের পারফরম্যান্স বিশ্লেষণ করতে ক্লাবের আরও সময় প্রয়োজন। এবার চাকরির গ্যারান্টি পেয়ে সাবেক সভাপতি জোসেফ মারিয়া বার্তামেউয়ের নিয়োগকৃত কোচ কোম্যান বেজায় খুশি। ক্যাম্প ন্যু ভবিষ্যৎ নিয়ে সবুজ সংকেত পাওয়ায় এখন তিনি নতুন মৌসুমে পুরোপুরি মনোযোগ দিতে পারবেন।
৫৮ বছর বয়সী ডাচ কোচ টুইটারে লিখেছেন, ‘আমার খেলোয়াড় ও স্টাফদের এখন নতুন মৌসুমে পুরোপুরি মনোযোগ দিতে বলতে পারব বলে আমি স্বস্তি বোধ করছি। গত কয়েক সপ্তাহ খুব কঠিন ছিল। তবে আমি খুশি যে, ক্লাব প্রেসিডেন্ট আমাকে সমর্থন দিয়েছেন।ক্লাবের প্রত্যেকের একই লক্ষ্য: একটি জয়ী বার্সা দল গড়ে তোলা ও সাফল্য অর্জন করা!’