Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

মেসির সঙ্গে খেলতে পারা খুব আনন্দের হবে : আগুয়েরো

স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় যোগ দিয়েছেন আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো। যেখানে খেলছেন আগুয়েরোর জাতীয় দলের সতীর্থ লিওনেল মেসি। যদি আগামী মৌসুমে বার্সাতেই থেকে যান মেসি তাহলে দীর্ঘদিনের বন্ধুর সঙ্গে একই ক্লাবের জার্সিতে খেলার সুযোগ হবে আগুয়েরোর। রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলারের সঙ্গে খেলাটা খুব আনন্দের হবে বলে জানিয়েছেন আর্জেন্টাইন স্ট্রাইকার আগুয়েরো।

 দুই বছরের চুক্তিতে কাতালান ক্লাবটিতে যোগ দিয়েছেন এক দশক ধরে ইংলিশ লিগে খেলা আগুয়েরো। গতকাল সোমবার এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে বার্সেলোনা। ম্যানসিটির সঙ্গে চুক্তি শেষে ফ্রি ট্রান্সফার ফি তে বার্সেলোনায় মিশন শুরু করবেন আগুয়েরো। বার্সেলোনার জার্সিতে চুক্তি অনুযায়ী ২০২২-২৩ মৌসুমের শেষ পর্যন্ত খেলবেন আর্জেন্টাইন তারকা। ১০ কোটি ইউরো বাইআউট ক্লজে আগুয়েরোকে কিনেছে বার্সেলোনা।

নতুন ক্লাবে পা রাখার প্রথমদিনই আগুয়েরো জানালেন, মেসির সঙ্গে খেলতে পারলে কতটা আনন্দ হবে। ক্লাবের ওয়েবসাইটে চুক্তি সইয়ের পর আগুয়েরো বলেন, ‘আমরা আশা করছি একসঙ্গে খেলব। আমরা এ নিয়ে অনেক সময়ই কথা বলেছি। ক্লাবে থাকবে কি-না এটা ওর সিদ্ধান্ত। তবে আমি একত্রে খেলতে পারলে খুব আনন্দিত ও গর্বিত বোধ করব। আমি ওর সঙ্গে থেকেছি এবং ওকে খুব ভালো করেই চিনি। আমার মনে হচ্ছে ও (মেসি) থেকে যাবে। আমি ওর সঙ্গে প্রতিদিনই কথা বলি। তবে কি কথা হয় তা এ মুহূর্তে আমি বলতে পারছি না। ও আমাকে অভিনন্দন জানিয়েছে।

এ ছাড়া বার্সেলোনায় যোগ দিতে পারার আনন্দ নিয়ে আগুয়েরো বলেন, ‘যখন বার্সেলোনা আমাকে প্রস্তাব করে আমি দ্বিধায় ভুগিনি। আমি অন্য কোনো ক্লাবের কথা মাথাতেই আনিনি। আমার মুখপাত্রকে বলে দিয়েছিলাম, আমি শুধু বার্সেলোনাতে যেতে চাই। আমি খুবই খুশি। আমি তাদের গুরুত্বপূর্ণ ট্রফি জয়ের জন্য সর্বাত্মক চেষ্টা করব। এটা দারুণ আনন্দের, এটা বিশ্বের সেরা ক্লাব। লাপোর্তাকে আমি আগে বলেছি, ছোট বেলায় বলেছিলাম, তারা (বার্সেলোনা) একদিন আমার খোঁজ করবে। এবং এখন আমি এখানে। আমি ভাবতেও পারছি না।’

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top