এ .কে.এম নাজিম উদ্দিন অপি:
হাজারো সাংবাদিকের অভিভাবক সিনিয়র সাংবাদিক(টি.এ. কে আজাদ)বরিশালের কৃতিসন্তান,সমাজ সেবক,যুব সমাজের আদর্শ,নিউজ ফেয়ার গ্রুপ,(একটি দৈনিক অনলাইন ও জাতীয় সংবাদ মাধ্যম) ও ওয়ার্ল্ড জার্নালিস্ট ওয়েলফেয়ার কাউন্সিল এর চেয়ারম্যান এবং NF tv এর প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক,এই সময়ে বাংলাদেশ পত্রিকার প্রধান উপদেষ্টা ও পরামর্শদাতা,বিশিষ্ট্য সাংবাদিক,কবি ও স্বনামধন্য লেখক,সিনিয়র সাংবাদিক টি.এ.কে আজাদ।যিনি পথশিশুদের শিক্ষা ও নারী নির্যাতন প্রতিরোধে সহযোগিতা প্রদান সহ স্বস্থ্য ও মানবাধিকার বিষয়ে তার প্রতিষ্ঠিত এনজিও কিং হেলথ এন্ড এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি সব সময় দেশ ও দশের জন্য কাজ করে যাচ্ছেন ।স্বকালচিত্র পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক,এ.কে.এম নাজিম উদ্দিন অপি এক সাক্ষাৎকারে বলেন,সাংবাদিক আজাদ ভাই নিজের স্বপ্নকে বাস্তবায়নের প্রতিটি ধাপ অতিক্রম করেছেন,প্রায় ২৭ বছর সাংবাদিকতা পেশায় কঠোর সংগ্রাম,নিজের আত্মবিশ্বাস ও অক্লান্ত পরিশ্রমে নিজের সেরাটা অর্জন করেছেন। অপি আরও বলেন,তালুকদার আবুল কালাম আজাদ সাহেবের জন্য সবাই দোয়া করবেন।পরম দয়ালু মেহেরবান আল্লাহ তাআলা যেন ওনার পরিবার সহ সবাইকে সব সময় ভালো রাখেন,সেই সাথে ওনার যেনো অনন্তকাল হায়াত দাঙ্করেন,আমাদের মাথার তাজ হয়ে সারাজীবন থাকবেন।