Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

১৮-২৪ এপ্রিল ভারি বৃষ্টির সম্ভাবনা

বাংলাদেশ ও সংলগ্ন উজানের অংশে (ভারতে) আগামী ১৮ থেকে ২৪ এপ্রিল ভারি বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। তবে এই বৃষ্টির জন্য দেশে আকস্মিক বন্যার সৃষ্টি হবে কিনা তা এখনো জানানো হয়নি। রোববার (১১ এপ্রিল) বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর গাণিতিক মডেলের তথ্যের উপর ভিত্তি করে এ তথ্য নিশ্চিত করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর গাণিতিক মডেলের তথ্যমতে, বাংলাদেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে এপ্রিলে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলের পর্যালোচনায় দেখা গেছে যে, এ মাসের স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ১৬০ থেকে ২৩০ মিলিমিটার। এছাড়া ১১ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত সময়ে বাংলাদেশের এসব অঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের আসাম, মেঘালয় ও ত্রিপুরায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীগুলোর পানি সমতল সামগ্রিকভাবে কমতে পারে এবং এতে করে আকস্মিক বন্যা পরিস্থিতির কোনো আশঙ্কা নেই।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top