কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সীমান্তবর্তী জামালপুর গ্রামে ফামিদ মন্ডল (৪২) নামের এক ব্যক্তিকে গলাকেটে হত্যা করা হয়েছে বলে তাঁর সৎ ভাই মিলন মন্ডলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। আজ রোববার সকালে ফামিদ মন্ডলের বাড়ির পাশে একটি চায়ের দোকানে এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত ফামিদ মন্ডল জামালপুর গ্রামের নন্দ মন্ডলের ছেলে। পুলিশ বলছে, ফাহিম মন্ডলের বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদক মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল আলম জানান, আজ সকালে ফাহিম মন্ডল জামালপুরে নিজ বাড়ির পাশে এনামুলের চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় পেছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে তার সৎ ভাই মিলন মন্ডল তাঁকে গলাকেটে হত্যা করে পালিয়ে যান।
ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে, মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। নিহত ফামিদ মন্ডলের বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদক মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। ঘাতক মিলন মন্ডলকে ধরতে অভিযান চলছে বলেও জানায় ওসি।
এরই মধ্যে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।