সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে পাঁচজন সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে। আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জিরাবো এলাকার সিলভার এ্যাপারেলস গার্মেন্টসে আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, আজ ভোরে ওই পোশাক কারখানার তিনতলায় আগুনের সূত্রপাত ঘটে। এ সময় আগুনের তীব্রতা বেশি হওয়ায় আরও কয়েকটি ফ্লোরে ছড়িয়ে পড়ে। এরপর ডিইপিজেড ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কয়েক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সময় কারখানাটির উৎপাদন বন্ধ থাকলেও আগুন নেভাতে গিয়ে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে।