আজ ৩ এপ্রিল, জাতীয় চলচ্চিত্র দিবস। দিনটিকে ঘিরে প্রতি বছরই নানা আয়োজনে রঙিন হয়ে ওঠে এফডিসি। এবারও বর্ণিল আলোয় সেজে উঠেছে, কিন্তু করোনার প্রকোপে নেই কোনও উৎসব আমেজ।
চলচ্চিত্রের নানা সংগঠন দিনটিকে ঘিরে মাসখানেক আগে থেকে প্রস্তুতি নিলেও করোনা সংক্রমণের ভয়ে তার বাস্তবায়ন করতে পারছে না। জানা গেছে, আজ এফডিসিতে স্বাস্থ্যবিধি মেনে কিছু সভা সেমিনার অনুষ্ঠিত হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালের এই দিনে তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) গঠনের প্রস্তাব উত্থাপন করেন। দিনটিকে স্মরণ করে ২০১২ সাল থেকে দিবসটি উদযাপন করা হয়।
প্রসঙ্গত, চলচ্চিত্র দিবসে প্রতিবছরই এফডিসিতে স্মরণিকা প্রকাশ, লাইভ টক শো, লাল গালিচা সংবর্ধনা, মেলা, স্থিরচিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী, পুতুল নাচ, নাগরদোলা, বায়োস্কোপ ও সাংস্কৃতিক পরিবেশনা করা হয়। চলচ্চিত্র প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতিসহ ঢাকাই সিনেমার সব সংগঠন মিলে একসঙ্গে উৎযাপন করে দিবসটি। এসব সংগঠনের পাশাপাশি বাংলাদেশ শিল্পকলা একাডেমিও দিবসটি উৎযাপন করে। এবছর সব আয়োজন থমকে গেছে।