রেজাউল করিম বাগমারা প্রতিনিধি :
“মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ” কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশব্যাপী উদ্বুদ্ধকরণ কর্মসূচীর অংশ হিসেবে মাস্ক বিতরণ করেছে রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়ন পরিষদ। (৩১ শে মার্চ ২০২১ বুধবার) ঝিকরা ইউনিয়ন পরিষদের পক্ষ ঝিকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ ফৌজদার নেত্বতে ঝিকরা বাজারের সাধারণ মানুষের মাঝে এসব মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঝিকরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মানিক প্রামানিক,মোঃ আজিজুুল হক সহ- অনেকেই উপস্থিত ছিলেন। পরে ,ভ্যান মোটরসাইকেল ও জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়। ইউনিয়ন জুড়ে করোনা ভাইরাস কোভিড ১৯ এর দ্বিতীয় সংক্রমণ রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে ইউনিয়ন পরিষদ কাজ করে যাচ্ছে।
Share!