কদিন আগে বিজেপিতে যোগ দেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দলের মনোনয়ন পেয়েছেন। মঙ্গলবার বেহালা পশ্চিম কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এই সুদর্শনী।
বিজেপিতে যোগ দেওয়ার পর শ্রাবন্তীর সুর পাল্টে। কথা বলছেন পাক্কা বিজেপি নেতাদের মতো করে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আক্রমণ করে কথা বলা শুরু করেছেন তিনি।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর তার ছবি টুইটারে পোস্ট করে শ্রাবন্তী লিখেছেন— ‘মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির নেতৃত্বে পশ্চিমবঙ্গকে দুর্নীতি, তোলাবাজি মুক্ত করে, বেহালা পশ্চিমে শুধু ক্লাবে ক্লাবে ফূর্তি করার দান খয়রাতি নয়, সামাজিক উন্নয়নের সঙ্গে সোনার বাংলার সংকল্প নিয়ে বেহালা পশ্চিমে সুখে-দুঃখে সবসময় পাশে দাঁড়ানোর শপথ নিয়ে আজ মনোনয়নপত্র জমা দিলাম’।
আনন্দবাজার পত্রিকা বলছে, অভিনেত্রীর এই পোস্টে লাইকের সংখ্যা ১৫ হাজারের বেশি। সেখানে রিঅ্যাকশন দিয়েছেন তৃণমূলের সংসদ সদস্য টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী, নুসরাত জাহান ও কৌশানী মুখোপাধ্যায়। কৌশানী আগামী নির্বাচনে তৃণমূল প্রার্থী।
একসময় মমতার অনু ‘দিদি’র মঞ্চে দেখা যেত শ্রাবন্তীকে। তার এই পরিবর্তনে সমর্থন জানিয়েছেন নুসরাতের স্বামী নিখিল জৈনও।
টলিপাড়ায় খবর— নুসরাতের সঙ্গে দূরত্ব বাড়ায় নিখিলের ব্র্যান্ডেড পোশাক বিপণির বর্তমান মুখপত্র নাকি শ্রাবন্তী।