বাংলাদেশ জুট মিলস্ করপোরেশন (বিজেএমসি) ভবনের সপ্তম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় বিকেল সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসেন সোমবার (২২ মার্চ) বিকেল তিনটা ৪৫ মিনিটের দিকে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি অগ্নিনির্বাপণের ক্ষেত্রে আরও বেশকিছু সময় লাগবে। তারপরে আমরা বলতে পারবো আগুনের সূত্রপাতের কারণ কী ছিল।
সাজ্জাদ হোসাইন বলেন, আমরা এখন পর্যন্ত হতাহত কিংবা আটকা পড়ে থাকার কোনও তথ্য নিশ্চিত হতে পারিনি। তবে আগুন নির্বাপিত হলে সার্চ করবো কেউ হতাহত রয়েছেন কি-না।