Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

বাগমারায় শিবদেবপাড়া ওয়াক্তিয়া মসজিদে বার্ষিক ইসলামী জালসা রোববার ।

রেজাউল করিম বাগমারা  : রাজশাহীর বাগমারা  উপজেলার ঝিকরা ইউনিয়নের শিবদেবপাড়া ওয়াক্তিয়া মসজিদের আয়োজনে বার্ষিক বিরাট ইসলামী জালসা। আগামী ২১ মার্চ ২০২১ রোজ  (রবিবার) বাদ আছর হইতে শেষ মোনাজাত পর্যন্ত । শিবদেবপাড়া মসজিদ  সংলগ্ন মাঠ   প্রাঙ্গনে এ বিরাট ইসলামী জালসা অনুষ্ঠিত হবে।

জালসায় কোরআন ও হাদিস থেকে তাফসির প্রেস করবেন প্রধান বক্তাঃ          আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির    কোরআন ,ছন্দবাদী মিষ্টভাষী, জনাব মাওলানা মোঃ রুস্তম আলী, অধ্যক্ষ বিশাপাড়া দারুল সুন্নাহ আলিম মাদ্রাসা-দিনাজপুর।

অনুষ্ঠানে আরও তাফসির প্রেস করবেন দ্বিতীয় বক্তাঃ মাওলানা মোঃ মোমিনুল ইসলাম (মছির), এম,এম,(হাদিস) (ইসলামী ষ্টাডিজ) ইসলামী আলোচক, মোহনা টিভি, ঢাকা।

এছাড়াও তৃতীয় বক্তাঃ হাফেজ মাওলানা মোঃ এবাদুল ইসলাম, বি,এস,এস (ফাষ্টক্লাশ) কামিল এম,এ (তাফসীর) সাঁকোয়া বাকশৈল কামিল মাদ্রাসা। এ ছাড়াও চতুর্থ বক্তাঃ হাফেজ মাওলানা মোঃ ইদ্রিস আলী, রনশিবাড়ি। -সহ স্থানীয় ওলামায়ে কেরামগণ কোরআন ও হাদিস থেকে তাফসির প্রেস করবেন।

উক্ত ইসলামী জালসায় ঝিকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুুল হামিদ ফৌজদার এর সভাপতিত্বে জালসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব এ্যাডঃ আফতাব উর্দ্দিন আবুল,। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, আহম্মদ আলী খোর্দ্দঝিনা, ৪নংওয়ার্ডের ইউপি সদস্য খোদাবক্স প্রামানিক প্রমুখ। প্রধান পৃষ্ঠপোষকতায়ঃ কামরুজ্জামান, গোয়ালবাড়ী । উপদেষ্টা মন্ডলীঃ ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম (উজ্জল)  বি এমডি এ,বাগমারা, ডাঃ জহুরুল ইসলাম, পাহাড়পুর আত্রাই, মোঃ ইয়াহিয়া আল- মামুন, স্বচ্ছ ক্যাবল নের্টওয়ার্ক কালিগঞ্জ বাজার, আকতার হোসেন বুলবুল, মোঃ আঃ মতিন বিশিষ্ট মৎস ব্যবসায়ী কালিগঞ্জ বাজার প্রমুখ। সম্মানিত অতিথি বৃন্দঃ মোঃ শাহাজান আলী প্রধান শিক্ষক ভানসিপাড়া উচ্চ বিদ্যালয়, মোঃ আঃ আলীম, আফজাল     হোসেন সহ- শিক্ষক গুনিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয় প্রমুুখ। সম্মানিত প্রবাসী অতিথি   বৃন্দঃ মোঃ বাবুল হোসেন, দুবাই, মোঃ মামনুর রশিদ কাতার, মোঃ হাসান আলী কাতার প্রমুখ। আমন্ত্রিত জামাই বৃন্দঃ আলহাজ্ব মোঃ কমর  উর্দ্দিন, মোঃ আবুুল কাশেম, মোঃ বারিক প্রমুখ। এ ছাড়াও জালসায় এলাকার গণ্যমান ব্যক্তিবর্গ  উপস্থিত থাকবেন।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top