আবারো আসছে হ্যারি পটার সিরিজের নতুন বই। সিরিজের অষ্টম এই বইটির নাম হ্যারি পটার অ্যান্ড দি কার্সড চাইল্ড।
প্রথমে ওই নামের একটি নাটক মঞ্চস্থ হওয়ার কথা থাকলেও বিশ্বজুড়ে ভক্তদের আগ্রহের কারণেই গল্পটি বই আকারে প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়।
লন্ডনের প্যালেস থিয়েটারে নাটকটি প্রথমবারের মতো মঞ্চস্থ হবে আগামী ৩০ জুলাই। তবে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা হ্যারি পটারের সব ভক্তদের লন্ডনে উপস্থিত হওয়া সম্ভব নয়। তাদের কথা ভেবেই নাটক মঞ্চস্থ হওয়ার পরদিনই ৩১ জুলাই থেকে বাজারে আসবে বইটি। একই সাথে পাওয়া যাবে অনলাইন ভার্সন।
ঔপন্যাসিক জে কে রাওলিং এর হ্যারি পটার সিরিজের সপ্তম বই ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ’ এর পরের কাহিনী নিয়ে শুরু হয়েছে এবারের গল্প। একজন বাবা আর যাদু মন্ত্রণালয়ের এক কর্মকর্তা হিসেবে এখানে দেখানো হবে হ্যারিকে।