Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

প্রায় দুই বছর পর চলচ্চিত্রে শাহেদ

ছোট পর্দার নিয়মিত অভিনয়শিল্পী হলেও অর্ধডজন সিনেমাতে অভিনয় করেছেন শাহেদ শরীফ খান। সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘অজ্ঞাতনামা’। ২০১৬ সালে মুক্তি পায় ছবিটি। এরপর ২০১৯ সালে ভারতের পরিচালক রিঙ্গো ব্যানার্জির পরিচালনায় ‘সেনাপতি’ ছবিতে অভিনয় করেন তিনি। দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত এ ছবি মুক্তি পায়নি এখনো।
প্রায় দুই বছর পর ‘অন্তরাত্মা’ নামে নতুন একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেতা। রোববার রাতে চুক্তি সই করেছেন তিনি। শাহেদ জানান, ৬ মার্চ শুটিং শুরুর কথা আছে। তবে এক থেকে দুই দিন পিছিয়ে যেতে পারে। ছবিতে জাকের চরিত্রে অভিনয় করবেন তিনি।

বেশ কয়েক দিন আগে থেকে এ ছবিতে শাহেদ শরীফ খানের কাজ করা নিয়ে কথাবার্তা চলছে। রোববার রাতে হুট করেই চুক্তি সই করেন তিনি। চরিত্রটি তাঁর পছন্দ হয়েছে বলে জানান শাহেদ। তিনি বলেন, ‘আগে মুখে মুখে ছবির গল্প শুনেছিলাম। রোবরার রাতে পরিচালক ও গল্পকারের সঙ্গে বসে গল্প ও চরিত্রটি শোনার পর আর দেরি করিনি। চরিত্রটি আমার কাছে খুবই মজার মনে হয়েছে।’
এই অভিনেতা জানান, ছবির গল্পে সত্তরের দশকের চিত্র দেখানো হয়েছে। সেই সময়কার মানুষের জীবনযাপনের সঙ্গে এখন মিল নেই। সেই সময়ের সঙ্গে মিশে গিয়ে চরিত্রটি তুলে আনা অতটা সহজ হবে না। তিনি বলেন, ‘আমার জন্য একটু তাড়াহুড়া হয়ে যাচ্ছে। শুটিং শুরু হওয়ারও তেমন একটা দেরি নেই। ওই সময়ের কিছু সিনেমা দেখা শুরু করেছি। সেখান থেকে আমার চরিত্রটি তৈরির চেষ্টা করছি।’

ছবিতে শাহেদের সহশিল্পী শাকিব খান। এর আগে ২০০৪ সালে ‘হৃদয় শুধু তোমার জন্য’ ছবিতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। দীর্ঘদিন পর আবার শাকিবের সঙ্গে অভিনয়ের সুযোগে দারুণ খুশি। শাহেদ বলেন, ‘অনেক দিন পর একই ছবিতে আমি আর শাকিব খান কাজ করব। বেশ ভালো লাগছে। শাকিব খান বড় তারকা। তাঁর সঙ্গে এক ছবিতে থাকাটা সৌভাগ্য আমার। এ ছবির বড় একটা পার্ট আমি।’
প্রেমের গল্পের ছবি ‘অন্তরাত্মা’। ছবির পরিচালক ওয়াজেদ আলী বলেন, জাকের চরিত্রটি রহস্যময়। ছবিটি দেখতে বসে দর্শকেরা ছবির নায়ক হিসেবেই ভাববেন শাহেদকে।

এই চরিত্রে শাহেদ শরীফ খানকে নেওয়া প্রসঙ্গে এই পরিচালক বলেন, অনেক দিন সিনেমাতে নেই শাহেদ। নতুনভাবে তাঁকে দেখবেন দর্শকেরা। একটা আলাদা আগ্রহ থাকবে তাঁকে ঘিরে। তা ছাড়া এই চরিত্রে শাহেদকে ভালো মানাবে।
১ মার্চ শুটিং করার কথা থাকলেও ৬ মার্চ শুটিং শুরু হচ্ছে। পরিচালক বলেন, ‘১ মার্চ শুটিং শুরু করতে চেয়েছিলাম। কিন্তু সবকিছু গুছিয়ে আনতে সময় লেগে গেল। আশা করছি, ৬ মার্চ শুটিং শুরু করতে পারব।’
পাবনা ও নাটোরের বিভিন্ন জায়গায় একটানা শুটিং করে ছবির কাজ শেষ করা হবে। ছবিতে আরও অভিনয় করছেন এস এম মহসিন, মাসুম বাসার, মিলি বাসার, আবদুল্লাহ রানা, কলকাতার দর্শনা বণিক প্রমুখ।
‘অন্তরাত্মা’ ছবির কাহিনিকার সোহানি হোসেন। সংলাপ লিখেছেন ফেরারি ফরহাদ। চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top