Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

ভেদরগঞ্জে মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আবুল বাশার চোকদার।

হাজী এম এ কাইয়ুম চুন্নু মুন্সি, উপদেষ্টা সম্পাদক:
ভেদরগঞ্জে পৌরসভা নির্বাচনে জগ প্রতীক নিয়ে মো. আবুল বাশার চোকদার বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৩ হাজার ৮৮৬ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের আব্দুল মান্নান হাওলাদার পেয়েছেন ২ হাজার ৩৩৮ ভোট ও বিএনপি প্রার্থী বিএম মোস্তাফিজ পেয়েছেন ২১৩ ভোট। ভোটকেন্দ্র থেকে প্রাপ্ত পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা তানভীর আল নাসীফ ও প্রিজাইডিং অফিসারদের স্বাক্ষরিত ফলাফল শিট থেকে তথ্য জানা যায় সর্বমোট ৮ হাজার ১৩৫ ভোটের মধ্যে ভোট কাস্ট হয়েছে ৬৪৩৭ জন ভোটারের। স্থানীয় সূত্রে জানা যায় সম্পূর্ণ সুষ্ঠ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এই নির্বাচন সু-সম্পন্ন হয়েছে।
এদিকে জাজিরা পৌরসভা নির্বাচনে নৌকাকে হারিয়ে মোবাইল ফোন প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস মাদবর বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৬ হাজার ৬০৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের আব্দুল হক কবিরাজ পেয়েছেন ৫’হাজার ৭৭৪ ভোট। সর্বমোট ভোটার সংখ্যা ছিল ১৭ হাজার ২৫৮। এসব তথ্য ভোটকেন্দ্র থেকে প্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের স্বাক্ষরিত ফলাফল শিট থেকে  জানা যায়।
অন্যদিকে নড়িয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদ প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ নৌকা প্রতীকে ১২ হাজার ৮৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) প্রার্থী ধানের শীষ প্রতিক নিয়ে পেয়েছেন ৪৫৪ ভোট।
Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top