আজ (২১/০১/২০২১) সন্ধায় ৬ টায় বাংলাটিভি৭১:বাদল আহমেদের পরিচালনা,সালাম মাহমুদের উপস্থাপনায়-নতুন মাত্রায় সাক্ষাতকার দিলেন নিউজ ফেয়ার পত্রিকা এবং ওয়ার্ড জার্নালিস্ট ওয়েলফেয়ার কাউন্সিলের চেয়ারম্যান ও সম্পাদক জনাব টি.এ.কে. আজাদ ।
উক্ত সাক্ষাতকারে জনাব টি.এ.কে. আজাদ তার নিজস্ব পত্রিকার অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত বলেন। এছাড়াও বলেন, আগামী ২৭শে জানুয়ারী বিকাল ৩ ঘটিকায় বাংলাদেশ শিশু কল্যান পরিষদে,নিউজ ফেয়ার ও স্বকাল চিত্র পত্রিকা এবং ওয়ার্ল্ড জার্নালিস্ট ওয়েলফেয়ার কাউন্সিল এর আয়োজিত- সরকারের সফলতা ও দেশের উন্নয়নে মিডিয়ার ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আমার অনুষ্ঠানে সরকারের সফলতা বিষয়ক আলোচনা করা হবে। তিনি তার অনুষ্ঠানের অনুদান ও ক্রেস্ট প্রদান বিষয়ে বলেন, আমি আমার নিজস্ব অর্থ দিয়ে ক্যান্সারে আক্রান্ত ব্যাক্তিদের অনুদান প্রদান করি, বস্ত্রহীন মানুষদের শীত বস্ত্র প্রদান করি। ক্রেস্ট প্রদান বিষয়ে বলেন, অনেকে পদক প্রদান বিষয়টি পদক বানিজ্য হিসাবে দেখে কিন্তু আমি আমার অনুষ্ঠানে গুণী লোকদের সম্মাননা প্রদান করি। তাই এখানে আমার অনুষ্ঠানে পদক বানিজ্য হওয়ার প্রশ্নই আসেনা ।
এছাড়াও আরো অন্যান্য বিষয়বলী নিয়ে বিভিন্ন আলোচনা করেন।