Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

গবেষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বিশেষজ্ঞ জ্ঞানের পাশাপাশি নৈতিক চেতনায় সমৃদ্ধ হতে, গবেষকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকালে ওসমানি স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে এই আহ্বান জানান, তিনি। দেশে শান্তি রক্ষায় সবাইকে অংশ নেয়ার তাগিদও দেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞান ও প্রযুক্তি গবেষনার উন্নয়ন ও প্রসারে সহযোগীতা করছে বঙ্গবন্ধু ফেলোশিপ অন সাইন্স এন্ড আইসিটি। ২০১০ সাল থেকে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত এর আওতায় ১১৩ জন গবেষক তাদের গবেষনা সম্পন্ন করছে।

একই বিষয়ে এই কাজে প্রতি বছর সহযোগীতা দিয়ে যাচ্ছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ। যার আওতায় ২০১৫-১৬ অর্থবছরে ১৪শ ৩৮ জন গবেষনা করছেন। তাদের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় প্রধানমন্ত্রী শিক্ষাকে যুগোপযোগী করতে সরকারের নানা কর্মকান্ডের কথা তুলে ধরেন। জানান, সরকার পরিবর্তনের প্রভাব যেন গবেষকদের ওপর না পড়ে সেজন্য বঙ্গবন্ধু ফেলোশিপকে একটি ট্রাস্টে রূপ দেয়া হবে।

গবেষকদের বিশেষজ্ঞ জ্ঞানের পাশাপাশি নৈতিক চেতনায় সম্বৃদ্ধ হতেও বলেন প্রধানমন্ত্রী। তাগিদ দেন দেশে শান্তি রক্ষায় সবাইকে অংশ নেয়ার।

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে সরকার সবসময় সচেষ্ট বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top