Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

সাত মাসে রপ্তানি আয় বেড়েছে ৮%

চলতি অর্থবছরের প্রথম সাত মাসে বিদেশে পণ্য রপ্তানি করে বাংলাদেশ আগের বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ২৬ শতাংশ বেশি আয় করেছে।সোমবার সকালে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) দেশের রপ্তানি আয়ের হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে।এতে দেখা গেছে, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) দেশের পণ্য রপ্তানি আয় হয়েছে ১ হাজার ৯২৬ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ২৬ শতাংশ বেশি। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ১ হাজার ৭৭৯ কোটি ৯৩ লাখ ডলার।চলতি অর্থবছরের এই সাত মাসে বরাবরের মতো তৈরি পোশাক খাত থেকে সর্বোচ্চ রপ্তানি আয় হয়েছে। নিট ও ওভেন মিলিয়ে এই আয়ের পরিমাণ ১ হাজার ৫৭৬ কোটি ডলার, যা গত বছরের এই সময়ের তুলনায় ৯ শতাংশ বেশি।মাসিক হিসাবে শুধুমাত্র গত জানুয়ারিতে মোট ৩১৮ কোটি ডলার রপ্তানি আয় হয়েছে, যা গত বছরের জানুয়ারি থেকে ১০ দশমিক ৪ শতাংশ বেশি
Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top