অবশেষে চুড়ান্ত হয়েছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ২০২০’র সূচি। বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস অনুষ্ঠানিক ভাবে জানিয়েছেন আগামী ২৪শে নভেম্বর থেকে শুরু হবে এ আসর। এর ফাইনাল মাঠে গড়াবে ১৮ ডিসেম্বর। কোন উদ্বোধনি অনুষ্ঠান থাকবেনা আলাদা ভাবে। সব ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। একদিন দিন করে বিরতি থাকবে। প্রথম দিন উদ্বোধনি ম্যাচে বেক্সিকো ঢাকার মুখোমুখি হবে মিনিস্টার রাজশাহী। সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হবে জেমকন খুলনা। সুচি অনুসারে প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ১ টা ৩০ মিনিটে। দ্বিতীয় ম্যাচ শুরু হবে ৬ টা ৩০ মিনিটে।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ২৪শে নভেম্বর শুরু
Share!