জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশণে ভাষণ দিচ্ছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। আজ সন্ধ্যা ছয়টার পর এই অধিবেশনের কার্যক্রম শুরু হয়। দীর্ঘ বক্তব্যের শুরুতে প্রেসিডেন্ট জাতির পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের নানা দিক তুলে ধরেন বক্তৃতায়। প্রেসিডেন্টের এই ভাষণের ওপর সংসদ সদস্যরা সাধারণ আলোচনায় অংশ নেবেন।
Share!