মোঃ রেজাউল করিম বাগমারা প্রতিনিধি
প্রকাশিতঃ ৪ নভেম্বর ২০২০
বুধবার সময় রাত ৮ টা ৩০ মিনি বাগমারা উপজেলার ১২নং ঝিকরা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণা শুরু করেছেন মেম্বার পদপ্রার্থী ও বর্তমান ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোফার্জ্জল হোসেন। তিনি জানান, আমি আগামী ঝিকরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডের মেম্বার পদে নির্বাচন করবো। ওয়ার্ড কে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলবো। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে এসবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
আমি ওয়ার্ড বাসীর ভালবাসা নিয়ে দীর্ঘদিন থেকে ছাত্রলীগের রাজনীতি করে মানুষের সেবা করে আসছি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে আজ উন্নয়নের জোয়ার বইছে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সাধারণ মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি। এজন্য মেম্বার পদে আমি দলের সমর্থন চাইবো। তিনি ওয়ার্ডবাসীর সহযোগিতা কামনা করেছেন। সেইসঙ্গে মেম্বার প্রার্থী হিসেবে ওয়ার্ড বাসীর কাছে দোয়া চেয়েছেন। এছাড়াও তিনি এলাকায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত রয়েছেন।
বাগমারায় ঝিকরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে দোয়া প্রার্থী মোফার্জ্জল হোসেন
Share!