Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

বাগমারায় ঝিকরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া প্রার্থী মাষ্টার শাহাদাৎ হোসেন।

মোঃ রেজাউল করিম বাগমারা প্রতিনিধি            প্রকাশিতঃ ৩ রা নভেম্বর ২০২০ মঙ্গলবার সময় রাত ৮ টা ৩০ মিনিট।                                                                                                                                                                                               আগামী ২০২১ সালে মার্চে আসন্ন বাগমারা উপজেলার ১২নং ঝিকরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মাষ্টার মোহাম্মদ শাহাদাৎ হোসেন বি এসসি এন্ড বি এড অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ঝিকরা দাখিল মাদ্রাসা ও সাবেক ঝিকরা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ ঝিকরা ইউনিয়ন শাখা।                 তিনি প্রায় দীর্ঘ ৪০ বছর যাবত সমাজের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডে অংশ গ্রহণ করে আসছেন। তৃণমূল আওয়ামীলীগের তিনি ব্যাপক জনপ্রিয়। তিনি ছাত্র জীবন থেকেই বাংলাদেশ ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন        তিনি তাহেরপুর ডিগ্রী কলেজ ও চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজে ছাত্রলীগের কর্মী ছিলেন। স্বেচ্ছা শ্রম দান এ বিষয়ে তিনি এলাকায় নিঃসন্দেহে সবার উপরে অবস্থান করবেন।                                                             সদ্য সমাপ্ত ইউনিয়ন আওয়ামীলীগ এর ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি সভাপতি প্রার্থী ছিলেন।                                                                             সাধারণ মানুষের আশাবাদী উনাকে যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করা যায় তাহলে এলাকার বিচার ব্যবস্থা উন্নয়ন ও বেহাল রাস্তা ঘাটের উন্নয়ন সহ- সাধারণ মানুষের দুর্দশা লাঘব হবে। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও একটি মাদক মুক্ত সমাজ গঠনের ভুমিকা রাখবেন। জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পুরণে ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবেন।                                                               তিনি প্রত্যাশা করেন তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের সততা এবং নিষ্ঠার কারনে মুল্যায়ন করবে।                                                               সেই সঙ্গে চেয়ারম্যান পদ প্রার্থী হিসাবে ইউনিয়ন বাসীর কাছে দোয়া চেয়েছেন।               এ ছাড়াও তিনি এলাকার বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংগঠণের সঙ্গে জড়িত রয়েছেন।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top