মোঃ রেজাউল করিম বাগমারা প্রতিনিধি
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২০; সময়: ৬:১৪ মিনিট
রবিবার সকালে মন্ডপে মন্ডপে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসবের নবমী দিনে নবমী পূজা। বিকালে পুজা মন্ডপগুলোর দূর্গা দেবীকে পূজার অর্ঘ দিয়ে শুরু হয় নবমী পূঁজার নানান আয়োজন।
তবে এবার স্বাস্থ্যবিধি মেনে সাত্ত্বিক পূজায় সীমাবদ্ধ রেখে করোনা মহামারীর কারণে উৎসব সংশ্লিষ্ট বিষয়গুলো পরিহার করে শুধুমাত্র সাত্ত্বিক ভাবেই অনুষ্ঠিত হচ্ছে।
২৫ অক্টোবর রোববার বিকালে রাজশাহী জেলার বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের বারুইপাড়া ও রনশিবাড়ি বুুড়ি মা- পুজা মন্দির পরিদর্শন করেন ঝিকরা ইউনিয়ন আ,লীগের সভা- সভাপতি জেসমিন আরা উজ্জল।
তিনি এসময় পূজা উদযাপন কমিটি ও পুণ্যার্থীদের সাথে কুশল বিনিময় করেন এবং সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আ,লীগের সহ- সভাপতি এর স্বামী সাইফুল ইসলাম (উজ্জল) , ঝিকরা ইউনিয়ন আ,লীগের সহ- সভাপতি মকছেদ আলী পোষ্ট মাষ্টার ,১ নং ওয়ার্ড আ,লীগের সভাপতি মামনুুর রশিদ বাবুুল, ৯নং ওয়ার্ড আ,লীগের সাধারন সম্পাাদক আকতার হোসেন বুলবুল, আ,লীগ নেতা রেজাউল করিম, মাজেদুুুল ইসলাম (স্বপন) প্রমুুখ।