কয়েকদিন ধরেই আলুর বাজারে অস্থিরতা চলছে। হঠাৎ করেই ৩০ টাকা কেজির আলু বেড়ে হয় ৫৫ থেকে ৬০ টাকা। সরকার আলুর দর নির্ধারণ করে দেয়ার পরও এখনো দাম কমেনি পণ্যটির। এ অবস্থায় টিসিবির মাধ্যমে কেজিপ্রতি ২৫ টাকা করে আলু বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। রোববার বাণিজ্যমন্ত্রণালয়ে কোল্ডস্টোরেজ মালিকদের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি একথা জানান।
এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী তিনদিনের মধ্যে টিসিবি ২৫ টাকা কেজি দরে আলু বিক্রি শুরু করবে। এছাড়া বাংলাদেশ কৃষি বিপণন অধিদপ্তর থেকে তিন স্তরে যে দাম নির্ধারণ করে দেয়া হয়েছে। সেটা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।