Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

আত্রাইয়ে বন্যার্তদের মাঝে-ত্রাণ বিতরণ করলেন-ক্রিড়া-ও-সংস্কৃতি-সংস্থা-ডিএসকে

মোঃ রেজাউল করিম আত্রাই প্রতিনিধিঃ প্রকাশিতঃ ৪ অক্টোবর ২০২০ আপডেট টাইমঃ  ২০২০ সময় ৭.৩০ মিনি                                                                                                                                                                        উজান থেকে ধেয়ে আসা বন্যার পানিতে দ্বিতীয় দফায় নতুন করে আবার প্লাবিত হয়ে গিয়েছে নওগাঁ জেলার অধিকাংশ অঞ্চল। দেখা দিয়েছে বন্যা কবলিত এলাকার মানুষদের মাঝে নানা সংকট।
এবারের বন্যা যেনো হার মানিয়েছে ১৯৮৮/১৯৯৮ সালের বন্যাকেও, এমনটিই বলছেন বন্যা কবলিত এলাকার মানুষ গুলো।
প্রাকৃতিক দুর্যোগ বন্যার কবলে পড়ে যখন অসহায় মানুষ গুলো একটু সাহায্য সহযোগীতার জন্য চাতক পাখীর মতো এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিদের পথো চেয়ে বসে আছে।কিন্তু আশ্চর্য জনক হলেও সত্য উনাদের কোন বিচারণ-ই নেই অসহায় মানুষ গুলোর দিকে। যেনো বন্যার পানিতে জনপ্রতিনিধিরা ভেসে চলে গিয়েছেন উনাদের নির্বাচিত এলাকা আত্রাই উপজেলা ছেড়ে।উনাদের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছেনা।উনারা যেনো বসন্তের কোকিল, সুখের সময় আসে কুহু কুহু ডাকতে দুঃখের সময় আজ উনাদের কোন দেখা নেই।
পক্ষান্তরে অসহায় মানুষ গুলোর যেনো অপেক্ষার প্রহর কিছুতেই শেষ হচ্ছে না।দেখা মিলছে না বন্যার্ত মানুষদের পাশে এলাকার নির্বাচিত বাবুদের।
ঠিক এমন মুহূর্তে অসহায় মানুষদের করুণ আর্তনাদ আর অপেক্ষার প্রহর গুণতে দেখে তাদের পাশে সাহায্যের হাত নিয়ে দাঁড়ালেন আত্রাই উপজেলার আলোচিত সংগঠন ক্রিড়া ও সংস্কৃতিক সংস্থা ডিএসকে’র সম্মানিত সদস্য বৃন্দরা।
রোববার (০৪ অক্টোবর ২০২০)  সকাল ১০ টায় ত্রাণ সামাগ্রী বিতারণ করেন উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের দিঘা বাজারে। উপজেলার  তিন  বারে বারে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এবাদ রহমান প্রমাণিক এর নিজ এলাকার অসহায় মানুষদের মাঝে।
বন্যা কবলিত মানুষদের করুণ আর্তনাদ দেখে সেখানে ও ডিএসকে সংগঠনটির নিজেস্ব অফিস চত্বরে সব মিলিয়ে আজ ২০০ পরিবারের মাঝে ৫ কেজি চাল, ১ কেজি ডাল,৫০০ গ্রাম মুড়ি,৫০০ গ্রাম সয়াবিন তৈল, এস, এম,সি ওরস্যালাইন ৫ প্যাকেট, নাপা টাবলেট ১ পাতা এসব বিতারণ করেন সংগঠনটি।
অসহায় মানুষ গুলো বলেন,আমরা বিপদ মুহূর্তে ত্রাণ সামাগ্রী পেয়ে অনেক আনন্দিত।সেই সময় তাদের চোঁখে মুখে লক্ষ্য করে একরাশ তৃপ্তির হাসি দেখা গিয়েছে।তারা যেনো বিপদ মুহূর্তে ত্রাণ সামাগ্রী পেয়ে মনের দিক থেকে আবারও জীবন্ত ও প্রাণবন্ত হয়ে উঠেছে।
উক্ত সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মোফাজ্জল হোসেন তোতা, সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়াম্যান পদে দোয়া প্রার্থী রবিউল ইসলাম চঞ্চল। মোঃ ওহিদুর রহমান রহিত, মোঃ নান্টু ইসলাম ও ব্যবস্থাপনায় ছিলেন- মোস্তাক আহম্মেদ।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top