নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালী জেলা চাটখিল উপজেলায় আজ সকাল ১০ ঘটিকায়, উপজেলা যুব উন্নয়ন অফিসার জনাব ফয়েজ আহমেদ এর মাধ্যমে চাটখিল আমিনা আইটি ট্রেনিং সেন্টারের ছাত্র ছাত্রীদের যুব ও সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধনকৃত সার্টিফিকেট প্রদান করা হয়।
উক্ত সার্টিফিকেট প্রদান কালে উপস্থিত ছিলেন , চাটখিল মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ, জনাব ফারুক ছিদ্দিকী ফরহাদ, ইংরেজি প্রভাষক, জনাব জাহাঙ্গীর আলম ও চাটখিল পি.জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ইব্রাহিম খলিল এবং উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর আহবায়ক জনাব মাহবুবুর রহমান পিংকু সহ আরো অনেকেই।
সার্টিফিকেট প্রাপ্ত শিক্ষার্থীরা হচ্ছে ১। আসমা আক্তার, ২। মরিয়ম আক্তার ইয়াছমিন ৩। ফারজানা ইয়াছমিন ৪। ফরহাদ হোসেন শান্ত মীর, ৫। ফাতেমা আক্তার ৬। প্রান্ত চন্দ্র ঘোষ ৭। নাইমুল হাসান হৃদয় ৮। আজিজুল হক ৯। সাকিব আল হাসান এবং ১০। মাসফিকের রহমান রাহি
উক্ত সার্টিফিকেট প্রদান এর পর উপজেলা যুব উন্নয়ন অফিসার বলেন, প্রশিক্ষিত প্রতিটি যুব’দেরই প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানের দিকে এগিয়ে যেতে হবে কারণ আমাদের দেশের চাকুরির বাজার খুবই সংকুচিত সেই সাথে আত্মমর্যাদার জন্য আত্মকর্মসংস্থানের বিকল্প নেই।
Share!