আবারো দেশের ফুটবলের দায়িত্ব পেলেন কাজী সালাউদ্দিন। হোটেল সোনারগাঁওয়ে বাফুফের নির্বাচনে দেশের ফুটবলের দায়িত্ব সালাউদ্দিনের হাতে তুলে দেন কাউন্সিলররা। ৯৪ ভোট পেয়েছেন কাজী মো. সালাউদ্দিন। নির্বাচন থেকে সড়ে দাড়ানোর ঘোষণা দেয়া বাদল রায় পেয়েছেন ৪০ ভোট। মানিকের কপালে জুটেছে মাত্র ১ ভোট।
টানা চতুর্থ মেয়াদে সালাউদ্দিনের মতোই সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আব্দুস সালাম মুর্শেদী। উপস্থিত হওয়া ১৩৫ ভোটের মধ্যে সালাম মুশের্দী পেয়েছেন ৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী শেখ মো. আসলাম পেয়েছেন ৪৪ ভোট।
Share!