Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

৮ বিভাগীয় টিম গঠন, আ.লীগের

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা নির্দেশনায় দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যদের সমন্বয়ে ৮টি বিভাগীয় টিম গঠন করা হয়েছে। বিভাগভিত্তিক সাংগঠনিক সমস্যাসমূহ পর্যক্ষেণের মাধ্যমে বিভাগীয় টিম তা সমাধান করবে। যার ফলে সাংগঠনিক কর্মকাণ্ডের গতিশীলতা আরও বৃদ্ধি পাবে।

৮টি বিভাগীয় টিম হলো:

রংপুর বিভাগ: টিম সমন্বয়ক হলেন আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। টিমের রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন, শাজাহান খান, কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এ্যাড. হোসনে আরা লুত্ফা ডালিয়া, অ্যাডভোকেট সফুরা বেগম রুমি।

রাজশাহী বিভাগ: টিম সমন্বয়ক হলেন আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক এস. এম কামাল হোসেন। টিমের রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা,সদস্য নুরম্নল ইসলাম ঠান্ডু, প্রফেসর মেরিনা জাহান, বেগম আখতার জাহান।

খুলনা বিভাগ: টিম সমন্বয়ক হলেন আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম ও সাংগঠনিক সম্পাদক বি. এম মোজাম্মেল হক । টিমের রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, পীযুষ কান্তি ভট্টাচার্য্য, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সদস্য অ্যাড. মোঃ আমিরম্নল আলম মিলন, পারভীন জামান কল্পনা, অ্যাডভোকেট গেস্নারিয়া সরকার ঝর্ণা

বরিশাল বিভাগ: টিম সমন্বয়ক হলেন আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। টিমের রয়েছেন দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আবুল হাসানাত আব্দুলস্নাহ, আ খ ম জাহাঙ্গীর হোসাইন, মোঃ গোলাম কবীর রাব্বানী চিনু, আনিসুর রহমান।

ঢাকা বিভাগ: টিম সমন্বয়ক হলেন আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদ ডা. দিপু মণি ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। টিমের রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. মোঃ আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারম্নক খান, অ্যাড. আব্দুল মান্নান খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাড. মৃণাল কান্ত্মি দাস, শিড়্গা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, সদস্য ডা. মোসত্মফা জালাল মহিউদ্দিন, অ্যাড. কামরম্নল ইসলাম, অ্যাড. এবিএম রিয়াজুল কবীর কাওছার, আনোয়ার হোসেন, ইকবাল হোসেন অপু, এডভোকেট সানজিদা খানম, সাহাবুদ্দিন ফরাজী ও মোহাম্মদ সাইদ খোকন।

ময়মনসিংহ বিভাগ: টিম সমন্বয়ক হলেন আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদ ডা. দিপু মণি ও সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। টিমের রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, সদস্য মার’ফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং।

সিলেট বিভাগ: টিম সমন্বয়ক – আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদ মাহবুবউল-আলম হানিফ ও সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক। টিমের রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, নুরম্নল ইসলাম নাহিদ, কন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ডা. মুশফিক হোসেন চৌধুরী, ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান,

চট্টগ্রাম বিভাগ: টিম সমন্বয়ক আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদ মাহবুবউল-আলম হানিফ ও সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। টিমের রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শখ ফজলুল করিম সেলিম এমপি, ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি, নুরম্নল ইসলাম নাহিদ, অ্যাড. আব্দুল মতিন খসরম্ন এমপি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপস্নব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. মো. আবদুস সবুর, যুব ও ক্রীড়া সম্পাদক হারম্ননুর রশীদ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন ও সদস্য দীপংকর তালুকদার এমপি।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top