রাজধানীর কামরাঙ্গীরচরের হুজুরপাড়া এলাকায় মোছা. সেলিনা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। ঘটনার পর রক্তাক্ত অবস্থায় সেলিনাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
উদ্ধারকারী আকিদুল ইসলাম বলেন, কামরাঙ্গীরচর হুজুরপাড়ার আমির হামজা রোডের চার তলার ভবনের দুই তলায় থাকতেন সেলিনা। সেখানে রক্তাক্ত অবস্থায় তিনি পড়ে থাকলে আমরা উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় ক্লিনিক নিয়ে যাই। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। এখানে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, কামরাঙ্গীরচর হুজুরপাড়ার আমির হামজা রোডের নিজ বাড়ির চার তলা ভবনের দুই তলায় থাকতেন নিহত সেলিনা।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।